রাউজান প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপন কর্মসুচী পালন করেন। শুক্রবার ১৭ মার্চ সকালে বিদ্যালয়ের আঙ্গিনায় একটি ফলদ গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসুচী উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো. নুরুল আমিন, মো. সালাউদ্দিন, মো. ইকবাল হোসেন, মো. শাহেদ আলী সুমন, ইমরান আলী সাফী, প্রধান শিক্ষক মিলটন কুমার ঘোষ, শিক্ষক রোজিনা আকতার, ফাহমিদা ইয়াসমিন, রাজিয়া সুলতানা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী।