রাউজান প্রতিনিধি:
রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানপুরে ১৮৯২ সালে প্রতিষ্ঠিত পুরাতন মুছা খাঁ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিক্তিপ্রস্তর প্রদান করা হয়েছে।১৮ মার্চ শনিবার প্রাচীন এ মসজিদ এর পুনঃনির্মান কাজের ভিক্তিপ্রস্তর স্থাপন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাই এর সভাপতিত্বে ও কলামিষ্ট আ.ন. ম ওয়াহিদ দুলালের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, আবুল মনচুর, মোসলেম উদ্দিন, আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, সাইফুল ইসলাম, মাওলানা এনাম, যুবলীগ নেতা আলহাজ¦ মঈনুদ্দিন মোস্তফা, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা ।