মোহাম্মদ নুরুন্নবী পাবনা সংবাদদাতা:
আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদারগাছী পূর্ব পাড়া গ্রামের মৃত আব্দুল জাব্বার প্রা: কের ছেলে মোঃ আব্দুস সাত্তারের (৫০) বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটতে পারে।
সোমবার (২০ মার্চ) সকাল ৭ ঘটিকার সময় আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায় একটি ১৬ হাত টিনশেড ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে আনুমানিক দের ২ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাতটার সময় আচমকা বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুন লেগে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় ঘরটি। বাড়ির লোকজন ও এলাকাবাসী প্রচেষ্টায় প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিভাতে সক্ষম হয় । আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিস আসার পূর্বেই এলাকাবাসীর সহায়তায় আগুন নিভাতে সক্ষম হই আমরা ।
বাড়ির মালিক আব্দুস সাত্তার বলেন, আমি খুব গরিব মানুষ, পরের বাড়ীতে কামলা দিয়ে খাই, নিজের কোন জমি জাটি নাই, অন্যের জমি বর্গা চাষ করি। এভাবেই সংসার চলে আমার । সকালে উঠে আমি মাঠে গেলে বাড়ির পাশের এক জন খবর দেয় যে আপনের বাড়িতে আগুন লাগেছে, আমি বাড়িতে এসে দেখি সব পুড়ে শেষ হয়ে গেছে। আমার আর কিছুই রইল না।
আব্দুস সাত্তারের ছেলে মাসুদ রানা বলেন, আমি এই ঘরেই থাকি। আগুন লাগার সময় আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। সকলের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেলে, দেখি যে ঘরেতে আগুন লেগেছে , চারিদিকে ধোয়ায় অন্ধকার হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাই। আমার ঘরে নগদ ৩৫ হাজার টাকা, মোবাইল, টিভি, ধান, চাউল, আসবাবপত্র সহ সব পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক দের থেকে ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।