বুড়িমারী স্থল বন্দর হয়ে বাণিজ্যমন্ত্রী সরকারি সফরে ভারত ও ভুটানে গেলেন

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এমপি স্বপরিবারে সরকারি সফর উদ্দেশ্যে ভারত ও ভুটানে গমন করেন।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টা বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেন। বুড়িমারী স্থল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ভুটানের রাজকীয় সরকারের মধ্যে ট্রাফিক-ইন-ট্রানজিট চলাচলের চুক্তি এবং প্রটোকলের চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বুড়িমারী ইমিগ্রেশন চেকপয়েন্ট দিয়ে ভুটানে গমন করেন।
আগামী ২৪-২৫ মার্চ দেশে ফেরার পথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতে যে ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা মিলিটারি প্রশিক্ষণ নেন সেই শিলিগুড়ি ক্যাম্প পরিদর্শন করবেন।
আগামী ২৬ মার্চ সকালে বুড়িমারী ইমিগ্রেশন চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে আগমন করবেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বুড়িমারী স্থলবন্দরে আসলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ এবং মুর কবির, উপ পরিদর্শক, ইনচার্জ, বুড়িমারী ইমিগ্রেশন। বুড়িমারী স্থল বন্দরের সহকারি পরিচালক(ট্রাফিক) মোঃ গিয়াস উদ্দিন ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ও ইমিগ্রেশন পুলিশ এবং বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান সাঈদ ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে তিনি লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের অবসর রেস্ট হাউসে বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুন্সী এমপি রাত্রিযাপন করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৩:৫৭)
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০