দায়িত্বশীলতার ১৫ তম বর্ষে পর্দাপণ উপলক্ষে নানা আয়োজনে চাঁদপুরে দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক “বাংলাদেশের আলো” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২১ মার্চ মঙ্গলবার বিকালে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব কার্যালয়ে ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৫ বছরে পর্দাপণে কেককাটা, আলোচনা সভা ও ছবি আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ,
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাপস) সুদীপ্ত রায়।
জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সিফাত, চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, জেলা সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ।
এসময় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কোষাধক্ষ্য আলম আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অমরেশ দত্ত জয়, ক্রীড়া সম্পাদক শেখ শরীফ আহমেদ, প্রচার সম্পাদক শ্যামল সরকার, আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, মহিলা সম্পাদিকা সাবিত্রী ঘোষ, আন্তর্জাতিক সম্পাদক নূর মোহাম্মদ খান, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম, সাংবাদিক মুছা তাপাদার ’সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে অতিথিবৃন্দ।