বিয়ের দাবিতে প্রেমীকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

 

স্টাফ রিপোর্টার:

ফরিদগঞ্জে বিয়ের দাবিতে হাজেরা নামে এক কলেজ ছাত্রী বিয়ের দাবিতে প্রেমীকের বাড়িতে অনশন করেছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া ইউনিয়নের বিশকাটালি গ্রামে প্রেমীক ফয়সাল আহমেদ মুন্সির বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন। ফয়সাল আহমেদ এর সাথে পাশ্ববর্তী হাইমচর উপজেলা আলগী দক্ষিণ ইউনিয়ন চরকৃষ্ণপুর গাজী বাড়ির মৃত কালা চান গাজীর মেয়ে হাজেরা আক্তারের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের এই সম্পর্ক আর্থিক লেনদেন সহ নানান অনৈতিক কার্যকলাপে গড়িয়েছে। সম্পর্কের এক পর্যায়ে হাজেরা আক্তারের সাথে সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন ফয়সাল আহমেদ। উপায়ন্তর না পেয়ে হাজেরা আক্তার প্রেমীক ফয়সালের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন।
এসময় ফয়সালের বড় ভাই গন্ডামারা আমেনা ইউনুস মা্রাসা সুপার মাওঃ কাউসার আহমেদ হাজেরাকে বাড়ি থেকে চলে যেতে বলেন এবং নানান হুমকি ধমকি প্রধান করেন। এই বিষয়ে হাইমচর উপজেলার গন্ডামারা এলাকাবাসী জানান মাওলানা কাউসার আহমেদ এই এলাকায় বিভিন্ন অপকর্ম করে থাকেন এবং মাওলানা কাউসার আহমেদ আমাদের মসজিদের ইমাম থেকে আমাদের এলাকার প্রবাসীর স্ত্রীর সাথে বিয়ের পলোয়ান দেখিয়ে যৌন হয়রানীর চেষ্টা করেন আমরা তার বিরুদ্ধে ৫৪ জন হাইমচর থানায় অভিযোগ দায়ের করি।

এবিষয়ে ফয়সাল আহমেদ এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, তার সাথে আমার পরিচয়ের পর থেকে দীর্ঘদিন আমাদের সম্পর্ক চলতে থাকে। আমি তার বিষয়ে জেনে বুঝে আমার পরিবারের সাথে ব্যবধান থাকায় তাকে প্রত্যাক্ষান করি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ৩:২০)
  • ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০