আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে জুয়া খেলার অপরাধে ৮ জন জুয়ারীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। মধুপুর থানাধীন দড়িহাতিল গ্রামের জনৈক ইব্রাহিম মিয়ার পরিত্যাক্ত টিনসেড ঘরের ভিতর হতে ৮ জন জুয়ারিকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মধুপুর উপজেলার দড়িহাতিল গ্রামের জনৈক ইব্রাহিমের বাড়ি থেকে ধামাবাসুরী গ্রামের মোতালেবের ছেলে মোঃ জিন্নাহ (৩৪) দড়িহাতিল তালুকপাড়া গ্রামের করিমের ছেলে মোঃ রুবেল রানা (২৫), নুরুল ইসলামের ছেলে মোঃ রোকন (২২), দড়িহাতিল গ্রামের মৃত মুসলিম শিকদারের ছেলে মোঃ মনির হোসেন (২৪), আঃ কাদেরের ছেলে মোঃ শাহজালাল (২৮) আজহার সিকদারের ছেলে ,সেলিম (৩২) ধলপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে জুলহাস (২৪) ,ঘাটাইল থানার ফকিরচালা গ্রামের মঈন উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪০), টাকা ও তাস দিয়া প্রকাশ্যে জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ। তাদেরকে বিচারের নিমিত্তে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।