রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
৫৩ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে।রবিবার ২৬ মার্চ সকালে রাউজান উপজেলা সদর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী নেতৃত্বে উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা। পরে রাউজান সরকারী কলেজ মাঠে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রাউজানের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও গার্লস গাইড সদস্যদের দেওয়া কুচকাওয়াজের সালাম গ্রহন করেন এমপি ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরীর পরিচালনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম. বীর ইউছুপ খান, সাধন পালিত, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরীসহ মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ছাত্রলীগসহ বিভিন্ন সমাজিক সংগঠন রাউজান উপজেলা সদর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।