রফিক কুষ্টিয়া।।
কুষ্টিয়ার খাজানগরে ৫শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে খাজানগর যুব ও ক্রীড়া সংঘ আয়োজিত অনুষ্ঠানে এসব ইফতার সামগ্রী তুলে দেন দাদা এগ্রো ফুডের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম। প্রতি বছর রমজানের শুরুতে এলাকার অসহায় মানুষের মাঝে একমাসের ইফতার সামগ্রী তুলে দেয় খাজানগর যুব ও ক্রীড়া সংঘ নামে প্রতিষ্ঠান। চাল, ডাল, চিনি, খেজুরসহ বিভিন্ন প্রকার ইফতার উপকরণ পেয়ে খুঁশি অসহায় মানুষ।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান। প্রধান অতিথি সবার উদ্দেশ্যে বলেন, মানুষ মানুষের জন্য এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।