স্টাফ রিপোর্টারঃ মাহে রমজান উপলক্ষে চাঁদপুর বিঞ্চুদী মানব কল্যান সংগঠনের উদ্যোগে রমজান উপলক্ষে ২শতাধিক অসহায় কর্মহীন দুস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। ২৭ মার্চ সোমবার বিকালে বিঞ্চুদী মানব কল্যান সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ্যাড, হেলাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিঞ্চুদী মানব কল্যান সংস্থার উপদেষ্টা এ্যাড সেলিম আকবর,এ্যাড,শেখ জহিরুল ইসলাম, এম এ খালেক মিয়াজি।সংগঠনের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, বদরুল আলম চৌধুরী পরিচালনায়,আরও বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক, মোশাররফ হোসেন বিপ্লব, সালেহ আহমেদ সজিব মৃধা,নুর আলম মৃধা,আজিজ ঢালি,কাউছার চকিদার। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য,শহিন কবির মিজি, মহিউদ্দিন খন্দকার মিঠু, আলমগীর মোল্লা, বিল্লাল হাজি,মারুফ বকাউল প্রমুখ। খাদ্যা সামগ্রীর মধ্যে ছিল- আলু, চিড়া,মুড়ি,পেয়াজ,চিনি,খেজুর,ছো লাবুট ইত্যাদি। খাদ্য সামগ্রী নিতে আসা কয়একজন উপকার ভোগী বলেন এই মাহে রমজানে বিঞ্চুদী মানব কল্যান সংগঠন আমাদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে আমারা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, আমরা এই সংগঠনের নেতৃত্ববৃন্দকে আল্লাহযেন তাদের সুখে রাখে তারা যেন অনেক বড় হয়, আমরা এই কামনাই করি। উল্লেখ্য বিঞ্চুদী মানব কল্যান সংগঠন টি শুরু থেকেই মানুষের কল্যানে বিভিন্ন কাজ করে আসছেন।
প্রচ্ছদ » জাতীয়,লীড নিউজ,সারাদেশ » বিঞ্চুদী মানব কল্যান সংগঠনের উদ্যোগে রমজান উপলক্ষে ২শতাধিক গরিবের মাঝে খাদ্যসামগ্রী বিতরন
আপডেট টাইম : সোমবার, মার্চ ২৭, ২০২৩, ১৩৭ বার পঠিত

দয়া করে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
আজকের দিন-তারিখ
- শনিবার (রাত ৪:৩৯)
- ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
- ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
- ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)