নিউজ ডেস্ক:
তিন দিনের টানা সরকারি ছুটি শেষে পুনরায় সচল হয়েছে রাজধানী। শুরু হয়েছে স্কুল- কলেজ, অফিস-আদালত। সঙ্গে শুরু হয়েছে রাজধানীবাসীর প্রতিদিনের সেই জীবন যাত্রা। ছুটি শেষে আজ দ্বিতীয় দিনেও বরাবরের মতই রাজধানীর রাস্তায় দেখা গেছে যানজট।
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিজয় সরণি সিগন্যালের উড়োজাহাজ মোড়ে এক যাত্রী জানান, ‘প্রথম রমজান ছিল শুক্রবার। এরপর শনিবার, তারপর দিন তো ২৬ মার্চের ছুটি গেল। গতকাল বের হয়ে এলো যানজটের আসল চিত্র। যানজট নাকাল অস্থায় পড়েছে রাজধানীবাসী। আজ সকালে আগারগাঁও থেকে শুরু যানজট। এখনো বিজয় সরণি পৌঁছাতে পারিনি। পৌনে এক ঘণ্টা সময় পার। গন্তব্য তো আরও বহুদূর।’