নিজস্ব প্রতিবেদক:২৯মার্চ
নগরীর পতেঙ্গা মডেল থানাধীন সমুদ্র সৈকত এলাকা (সি-বিচ )ওয়াই জংশনের পাশে রাস্তার পার্শ্বে নির্জন স্থান হতে নাজিম উদ্দিন নামে এক যুবক আটক করেন পুলিশ টিম। থানা পুলিশ সূত্রে জানা গেছে যে দস্যূতা ও ডাকাতী ঘটনা সংগঠিত হবার কালে একাধিক ছিনতাই মামলার আসামি মোঃ নাজিম উদ্দিন (২৪)’কে ০১ টি স্টিলের তৈরি টিপ ছোরা সহ হাতে নাতে আটক জেল হাজতে পাঠানো হয়েছে বলে কর্তব্যরত পুলিশ অফিসার জানিয়েছেন।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে দস্যূতা সংগঠিত করার কথা স্বীকার করেছে। ২৮ মার্চ দুপুরে ধৃত নাজিম কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে,তার বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় পেনাল কোড অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্র জানায়।
আপডেট টাইম : বুধবার, মার্চ ২৯, ২০২৩, ২০৭ বার পঠিত