মোঃ হোসেন গাজী।।
‘মুক্তিযুদ্ধ চেতনায় মুক্ত সাংবাদিকতায় আমরা’ এই স্লোগানকে সামনে রেখে পথ চলা চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নব-গঠিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক, ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের রসুইঘর পার্টি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, সাংবাদিকতা কিংবা রাজনীতিতে কাপুরুষের কোন ঠাঁই নেই। সাংবাদিক এবং রাজনীতিবিদদের সাহসী এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হয়। দুর্নীতিবাজ-লুটেরাদের কখনোই সাংবাদিকরা ভয় করতে পারে না। আমরা যারা রাজনীতি করি এবং আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের সব সময় সত্যনার পক্ষে থাকতে হবে।
তিনি আরো বলেন চাঁদপুর আমাদের জন্মভূমি। চাঁদপুরের উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। যারা চাঁদপুরের ক্ষতি করবে তাদের প্রতিহত করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্বাচিত সহ-সভাপতি জেসমিন সুলতানা প্রমূখ। চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং যুগ্মসাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ডালিম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসন এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত গুণী ব্যক্তি হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক মিজান মালিক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি জেসমিন সুলতানা, হাজিগঞ্জ পৌরসভার মেয়র মাহবুব আলম লিপন, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসিন, প্রতিষ্ঠাতা আশিক খান সহ চাঁদপুর জেলার সাংবাদিকবৃন্দ।