রাউজানে বাজার মনিটরিং করতে মাঠে নেমেছে থানা পুলিশ

 

রাউজান (চট্টগ্রাম): প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের অরাজকতা ঠেকাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ’র নির্দেশনায় বাজার মনিটরিং করতে মাঠে তৎপর রাউজান থানা পুলিশ। ২ এপ্রিল রোববার বিকেলে ফোর্স নিয়ে উপজেলার ফকিরহাট বাজার, গহিরা চৌমুহনীতে বাজার মনিটরিং কার্যক্রমে নামেনরাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন। এ সময় থানার সেকেন্ড অফিসার অজয় কুমার শীলসহ অন্যান্য অফিসার বৃন্দ অংশ নেন। মনিটরিংকালে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন দ্রব্যমূল্যের তালিকা টাঙানোসহ বেশী দামে পণ্য বিক্রি না করতে বিক্রেতাদের নির্দেশ দেন।রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, প্রতিবছর রমজান মাসকে টার্গেট করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে। সেটি নিয়ন্ত্রণ করতে জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা নিয়মিতভাবে বাজারগুলো মনিটরিং করছি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে অস্থিতিশীল হয়ে না ওঠে সেদিকে আমাদের নজরদারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৫:৪৯)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১