রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানের ১নং হলদিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা বৃন্দাবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী সম্প্রদায়ের ১০টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেমি পাকা ঘর।এই হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মুজিববর্ষ উপলক্ষে ১০টি পরিবারকে পাকা বাড়ি উপহার হিসেবে দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।স্থানীয়রা জানান, এই দুর্গম পাহাড়ী এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ গুলো
পাহাড়ে উপরে বাঁশের বেড়া টিনের ছাউনি ও মাছাং দিয়ে নির্মান করা ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। তাদরে ছেলে মেয়েরা হলদিয়া ইউনিয়নের বৃক্ষবানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জানিপাথর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাশ্ববর্তী কাউখালী উপজেলার ডাবুয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,এস এম চৌধুরী উচ্চ বিদ্যালয় ও রাউজান কলেজ লেখাপড়া করেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিছিয়ে পড়া এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের বাড়ি দেয়ার পাশাপাশি সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে ।এ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও পুরুষ আদি পেশা কৃষি কাজ,দিনমুজুর ও কৃষি শ্রমিকের কাজ।এসব কাজ করে তাদের জীবন সংসার চলে।রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন,প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ১০টি সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি ঘরে রয়েছে চৌচালা টিনের ছাউনির দুটি কক্ষ। যার মোট দৈর্ঘ্য সাড়ে ১৯ ফুট এবং প্রস্থ সাড়ে ১০ ফুট। মেঝে পাকা করে দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে রয়েছে ২ করে স্টিলের দরজা ও ৫টি জানালা। ঘরের একপাশে করে দেয়া হয়েছে রান্নাঘর, টয়লেট, স্টোররুম এবং অপর পাশে একটি পাকা বারান্দা।ঘরে বিদ্যুৎ লাইন সংযোগ এবং খাবার পানির জন্য বসানো হচ্ছে গভীর নলকুপ।এছাড়াও তাদের ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য দেয়া হয়েছে নতুন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি।গতকাল ২ এপ্রিল রবিবার সকালে রাউজানের হলদিয়া ইউনিয়নের বৃক্ষবানুপুর ও বৃন্দাবন এলাকায় আদিবাসীর জন্য পাকাঘর নির্মান কাজ পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরেেশদ, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুৃক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মেম্বার ফিরোজ আহম্মদ প্রমুখ।