পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহেদুর রহমান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমীনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।
এসময় পিরোজপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জেলায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও জেলা শিল্পকলা ও শিশু একাডেমি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে এবং জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হবে।
পিরোজপুর প্রতিনিধি