রাউজান প্রতিনিধি:
একুশে পদক প্রাপ্ত, মাইজভাণ্ডারী গানের অমর কথাশিল্পি কবিয়াল রমেশ শীলের ৫৭তম মৃত্যু বার্ষিকী বোয়ালখালীর পূর্ব গোমদন্ডির রমেশ ভান্ডার প্রাঙ্গনে যথাযথ মর্যদায় সম্পন্ন হয়েছে। ৬ এপ্রিল সমাধি প্রাঙ্গনে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য সাংবাদিক শফিউল আলমের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম,সাবেক সভাপতি প্রদীপ শীল,সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী,যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাাজ্জাদ প্রমুখ।উল্লেখ্য ১৮৭৭ সালে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী গ্রামে জন্ম গ্রাহণ করেন লোক ও মাইজ ভান্ডারী গানের কিংবদন্তি কৃতি এই পুরুষ। ২০০২ সালে সরকার মরণোত্তর একুশে পদকে ভূষিত করেন তাকে। ১৯৬৭ সালের আজকের এদিনে মৃত্যু বরণ করেন তিনি।রমেশ শীল প্রকৃত দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক ও মুক্ত মনের অধিকারী ছিলেন।