আল ইব্রাহিম শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাসে উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার দর স্থিতিশীল রাখাসহ ভেজাল খাদ্য বিক্রি বন্ধে নিয়মিত বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল।
বৃহস্পতিবার (৬এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি এবং জিলাপিতে রং মিশানোর অপরাধে শ্রীমঙ্গল উপজেলার শহরের স্টেশন রোডস্থ শাহ হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।
এসময় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন, নগদ জরিমানার টাকা আদায় করেন এবং সর্তক করেন ভবিষ্যতে এবং ভেজাল খাদ্য তৈরি করলে বা বিক্রি করলে কঠোর আইনিপদক্ষেপ নেয়া হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয়ের সৌরভ রায়, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার
মোবাইল:০১৬১৭৫০২২৩০