বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশন থেকে বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক নুরুল কবির

নিজস্ব প্রতিবেদক:৯এপ্রিল,চট্টগ্রাম

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এন কবির গ্রুপের চেয়ারম্যান ও সাংবাদিক হাজী মো: নুরুল কবির।
গতকাল ৮ এপ্রিল (শনিবার) বিকেল ৪টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলে এই সম্মাননা দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রেজাউল কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১১ আসনের সাংসদ আলহাজ্ব এম. এ. লতিফ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক. ম. আবদুল কাদের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোহাম্মদ গোলাম কুদ্দুস, আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো. মফ্ফজল আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অবসরপ্রাপ্ত উপ-কমিশনার মোহাম্মদ ফরিদ সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের ফজিলত ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে আলোচনা করেন।
আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেশ কিছু ব্যক্তিকে সম্মাননা প্রধান করেন প্রধান অতিথি সাংসদ এম এ লতিফ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৬:৩৯)
  • ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১