রাউজানে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড

 

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে দশম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আকদ অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। জানা যায়, পূর্বগুজরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বড় ঠাকুর পাড়া গ্রামের পূর্বগুজরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে একই ওয়ার্ডের আবদুল শুক্কুরের দুবাই প্রবাসী ছেলে মো. হাসান (২২)’র বিয়ে ঠিক হয়। গতকাল বিকেলে স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে আকদ শেষে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল। স্কুল ছাত্রীর বিয়ের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল শাহা। তিনি বলেন, আমি দুপুরে সংবাদ পাওয়ার পর ইউএনও মহোদয়কে ম্যাসেজ দিই। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ইউএনও মহোদয়’র হস্তক্ষেপে বিয়ে বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (রাত ৮:৫৪)
  • ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০