রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলা সদরের ফকির হাট বাজারের পশ্চিম পাশে একটি রাইস মিল। সেখানে রয়েছে ড্রাম ভর্তি পামওয়েল, সুপার ও সরিষার তৈল। রাইস মিলে সরিষা মিলিং করে সরিষার তৈল উৎপাদনের মেশিনও রয়েছে। নেজাম উদ্দিন নামে রাইস মিলের মালিক এসব ভোজ্য তৈল মজুদ রেখেছেন। মজুদ রাখা ভোজ্য তৈল রাউজানের বিভিন্ন এলাকায় সয়াবিন তৈল বলে বিক্রয় করছেন বলে একাধিক সূত্র থেকে অভিযোগ করা হয়। এ ব্যবসায়ী কাছে গুদামে ভোজ্য তৈল মজুদ রেখে বিক্রির কোন অনুমতি পত্র নেই। ভেজাল মিশ্রিত ভোজ্য তৈল বাজারে বিক্রয় করা হলেও দেখার কেউ নেই। গত ৯ এপ্রিল রবিবার দিবাগত নেজামের রাইজ মিলে জাহেদা (৩৫) নামের এক মহিলা সরিষা মিলিং করতে আসলে তার হাত কেটে হাত দ্বিখন্ডিত হয়ে যায়। ঘটনার পর জাহেদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে জাহেদা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল ১০ এপ্রিল গুদামে ভোজ্য তৈল মজুদ রেখে মূল্য তালিকা না রাখার অপরাধে নেজাম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম।
আপডেট টাইম : সোমবার, এপ্রিল ১০, ২০২৩, ৭১ বার পঠিত

দয়া করে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
আজকের দিন-তারিখ
- শনিবার (রাত ২:৩০)
- ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
- ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
- ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)