মোঃ মুছা তপদার:
চাঁদপুররে শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ ইং এপ্রিল সোমবার চাঁদপুর ক্যাফে কিংক চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানে এই আয়োজন করা হয়।
শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ও আক্তারুজ্জামান খোকা (এল টি) সভাপতিত্বে ও যুগ্ম- সম্পাদক মুহাম্মদ মারনুছ মাহমুদ (তন্ময়) পরিচালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক ফারহান তাওসীফ,দপ্তর সম্পাদক জাবির হোসেন রাফি, প্রচার সম্পাদক মোঃ মুছা তপদার, ইউনিট লিডার মোঃআসাদুর রহমান সদস্য মোঃ সাইফুল ইসলাম (বিপি)।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র রোভার মেট আরিফুল ইসলাম পলাশ, রোভার মিয়া মোহাম্মদ জুবায়ের, রোভার হিমেল,স্কাউট সাজিদা আক্তার মৃত্তিকা সহ রোভার ও স্কাউট সদস্যবৃন্দ