রাউজান প্রতিনিধিঃ রাউজানের কদলপুর হজরত আশরফ শাহার মাজারের পাশে সামাজিক বনায়নের বৃক্ষ নিধন কালে নিধন করা কাঠ জব্দ করে স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী। গত ১০ এপ্রিল সোমবার নিধন করা এ কাঠ জব্দ করা হয়। জানা যায়, প্রকাশ্যে দিবালোকে কদলপুর ভোমরপাড়া এলাকার বাসিন্ধা নুরুল ইসলাম সামাজিক বনায়নের এ গাছ নিধনের মূলহোতা। বৃক্ষ নিধনের সাথে আরো জড়িত আছেন স্থানীয় আরো এক ইউপি সদস্যও। কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী জানান, গাছ কাটার সংবাদ পেয়ে গ্রাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃক্ষ নিধন বন্ধ করা হয়। বিষয়টি রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদরকে জানানোর পর তিনি বন বিভাগের রাউজান ঢালার মুখ ষ্টেশান অফিসার ঘটনাস্থলে পাঠান। ষ্টেশান অফিসার পল্লব কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। তবে গাছ গুলো সামাজিক বনায়নের নয়। এ গাছ গুলো সরকারী খাস জায়গা থেকে কেটেছে।