নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভন এর সুস্থতা কামনায় অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়।
১২ এপ্রিল বুধবার ২০ রমজান অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইফতার গ্রহনের পর অনলাইন প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আশিক খান এর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ জহিরুল ইসলাম, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন, সাধারণ সম্পাদক মোঃ আশিক খান, মোঃ আরশাদ খান, এস আর শাহআলম, আলমগীর বাবু, গিয়াসউদ্দিন রানা, কামরুজ্জামান রনি, নুরে আলম, মুসা তপাদার, মাইনুদ্দিন রাকিব, মোঃ মাসুম হোসেন শিপন, দোওয়ান মোঃ ইসহাক, সাইফুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চাঁদপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভন দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাই তার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা অনলাইন প্রেসক্লাবের এই দোয়ার আয়োজন।