হে নববর্ষ
তোমার আগমনবার্তাজেনেছি
চৈত্রেরখরতাপকালবৈশাখীর
তান্ডব লীলা দেখে ।
তোমার আগমনবার্তা জেনেছি
মহাজেরন সাজ হালখাতার স্তুপ দেখে।
হে নববর্ষ
তোমার আগমনবার্তা জেনেছি
বসন্তের রাঙ্গা চূড়ায়
কচি আম আর ঝরা পাতার স্তুপ দেখে ।
তোমার আগমনবার্তা জেনেছি
শ্বাশত বাংলার পান্তা ইলিশ
মিষ্টি চিড়ে দই প্রাতরাশ দেখে।
হে নববর্ষ
তোমার আগমনবার্তা জেনেছি
বৈশাখী মেলা আর শিশুর হাতের খেলনা দেখে ।
তোমার আগমনবার্তা জেনেছি
দোকান ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা আর
আসবাবপত্রের নারাছাড়াদেখে।
আপডেট টাইম : শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩, ৭০ বার পঠিত
