নিউজ ডেস্ক:
উচ্ছ্বাসিত কন্ঠে গান গেয়ে এবং তালে তালে ঢেউ খেলে চাঁদপুর মাতাতে আসছেন জেমস ও ডিজে পরীসহ একাধিক তারকারা। আগামী ২৪ এপ্রিল শুক্রবার চাঁদপুর ষ্টেডিয়ামে এসএসসি ২০০০ ব্যাচের পুনমির্লনী অনুষ্ঠানে তারা স্টেজ কাপাতে আসছেন।
বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক শিমুল হাসান সামনু। তিনি বলেন, আমরা বন্ধুরা এক জমকালো মিলনমেলার আয়োজন করতে যাচ্ছি। সেখানেই জেমস ও ডিজে পরীসহ তারকারা আসবেন মঞ্চসহ দর্শক মাতাতে। আমাদের অনুষ্ঠানে বন্ধুরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের গুণিজনরা উপস্থিত থাকবেন।