রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।রবিবার সকালে পশ্চিম রাউজান এলাকায় মহিলা মাদ্রাসায় ৪শ ৮০ পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।এসময় তিনি বলেন
বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা,প্রতিবন্ধি ভাতা, মাতৃকালীন ভাতা,ও ভিজিএফসহ নানা কর্মসুচী অব্যাহত রেখেছে।সাধারণ জনগণ তার সুফল পাচ্ছে।অসহায় দু:স্থ মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। তিনি আরো বলেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীও রাউজানের অসহায় দু:স্থ মানুষের পাশে থাকেই কাজ করে যাচ্ছেন।চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন রাউজান পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা মিজানুর রহমান,নুরুল আলম,নুরু,শহিদুল আলম, বেদারুল আলম, ছাত্রলীগ নেতা আরমান আকাশ, মোহাম্মদ ইমন, ডা: প্রদীপ দাশ প্রমুখ।