শ্রীমঙ্গল, প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার এর উদ্যোগে দরিদ্রদের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ এবং ১ হাজার ৫০০ জন মানুষের মধ্যে ইফতার বিতরণ সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের জীবনগঞ্জ বাজার এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়িতে দরিদ্রদের মধ্যে ঈদ উপহার ও ইফতার বিতরণ করা হয়।
চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক দেবাংশু সেন, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, পিনাকি রঞ্জন দেব, দীপংকর দাস, বদরুল আলম শিপলু, কাওছার আহমেদ রিয়ন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও নিজ পরিবার শান্তি কমনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার