জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় ১ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
১৪ এপ্রিল শুক্রবার রাতে পৌরসভার পশ্চিম জালালপুর মহল্লায় ঢাকা-শেরপুর মহাসড়ক থেকে পুলিশ তাঁদের আটক করে।
আটক ব্যাক্তিরা হলেন গাজিপুরের কালিগঞ্জ উপজেলার উলুখোলা গ্রামের হারিছ মিয়ার মেয়ে শম্পা বেগম (৩৮) এবং নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের মেদীরপাড় গ্রামের নুর হক আলীর ছেলে তাইজুল ইসলাম (২৫)।
নকলা থানার সহকারী পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার চন্দ জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুরগামী একটি অটোরিকসা থেকে শম্পা ও তাইজুলকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজতে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের ১৫ এপ্রিল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।