ছাতকে ‘সিংচাপইড় প্রবাসী কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু

 

আবদুল কাদির জীবন, সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামের প্রবাসীদের উদ্যোগে গঠন করা হয়েছে ‘সিংচাপইড় প্রবাসী কল্যাণ সংস্থা’।

সম্প্রতি সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের প্রবাসিরা সম্মেলিতভাবে সমাজের নিম্ন আয়ের অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করার লক্ষে ভার্চুয়াল এক আলোচনা সভায় তারা এ সংস্থার যাত্রা শুরু করে।

আলোচনা সভায় সবার সর্বসম্মতিক্রমে ইটালি প্রবাসী মো. রাহুল আহমদকে সভাপতি ও সৌদি প্রবাসী মো. আল-আমিনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. ছাদিক আহমদ (স্পেন), সহ-সাধারণ সম্পাদক-মোহাম্মদ আলী (আমেরিকা), অর্থ সম্পাদক মোহাম্মদ বশর মিয়া (সৌদি আরব), সহ অর্থ সম্পাদক অরুন মালাকার (দুবাই), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির আহমদ (সৌদি আরব), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাছুম আহমদ (ফ্রান্স), প্রচার সম্পাদক মোহাম্মদ রুহুল ইসলাম (দুবাই), সহ প্রচার সম্পাদক মো. মোস্তাক আহমদ (সৌদি আরব), কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সাঈদ রাছনুর (ইংল্যান্ড), মোহাম্মদ হুশিয়ার আহমদ (ফ্রান্স), মোহাম্মদ ডিজন (ফ্রান্স), রিঙ্কু (ফ্রান্স), মো. তোফায়েল (ইরান), মোহাম্মদ নাসির (ইরান), মোহাম্মদ মইনুদ্দিন (ওমান), মো. সাদিকুর রহমান (সৌদি আরব), মো. নজরুল ইসলাম (সৌদি আরব), মো. সুলেমান (ওমান), মো. কাওসার আহমেদ (কাতার), মো. শাহিনুর রহমান (দুবাই), মো. হাবিবুর রহমান (কুয়েত), মো. সাইফুল ইসলাম (লন্ডন), মো. শাহ আলম (ইটালী), মো. জামাল আহমদ (সৌদি আরব) প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৩:২৪)
  • ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০