হোসেন বাবলা:১৭এপ্রিল
নগরীর স্টেশন রোডস্থ এশিয়ান এস আর হোটেল মিলনায়তনে
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন চট্রগ্রাম বিভাগীয় কমিটি আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা , ইফতার ও দোয়া মাহফিল বিভাগীয় কমিটির মহাসচিব শাহ মোঃ সিরাজুল রহমান সজলের সভাপতিত্বে ১৭এপ্রিল, সোমবার, ২৪ রমজান সন্ধ্যায় সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান ও জেলা কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন মীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব, বিশিষ্ট মানবতাবাদী সংগঠক লায়ন এ,এস,এম হোসাইনুজ্জাম, বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় কমিটির বন-পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাজেদুর রহমান মুন,যুগ্ন সচিব মোঃ কবির হোসেন। বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সচিব কাজী মোঃ আবু তাহের, নারী নেত্রী মিসেস কামরুন্নাহার নীলু, মোঃ কাউছারুজ্জামান, মুজিবুর রহমান দুলাল গাজী,এস,এম মোস্তফা, মোঃ সাহাব উদ্দীন সহ বিভিন্ন থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপ-কমিটির সিনিয়র নেতৃবৃন্দ এবং জেলা-উপজেলা কমিটির সচিব, নারী নেতৃবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে বিঞ্জ মাওলানা দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
আপডেট টাইম : সোমবার, এপ্রিল ১৭, ২০২৩, ১৮৯ বার পঠিত