চাঁদপুর শহরে যানজট নিরসনে পুলিশের পাশে ক্ষুদে স্কাউটদের কার্যক্রম প্রশংসনীয়

মুসা তপাদর:
যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম ক্ষুদে স্কাউটের কার্যক্রম প্রশংসনীয়। সম্প্রতি দেশে প্রবাহমান উত্তপ্ত তাপদাহের মধ্যে দিয়ে ও চাঁদপুর শহড়কে যানজট মুক্ত করতে যাত্রীদের যাতায়েতের সুধিবার্থে স্কাউট যে ভাবে কাজ করছে তা সর্বমহলে প্রশংসনীয় হচ্ছে। দেশ প্রেমকি, দেশের মানুষের কল্যাণের জন্য কখন কিভাবে কাজ করতে হবে, তা স্কাউট থেকে নতুন প্রজন্মকে শিখার কোন বিকল্প নেই।
অনেক তরুন প্রজন্ম যেখানে অলস সময় পার করে বিভিন্ন অপকর্মে রয়েছে, সেখানে নিরলস ভাবে কাজ করছে স্কাউটদল। স্কাউটের সদস্যরা মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়ে উত্তপ্ত রোদে পুড়ে, বৃষ্টিতে বিজে কাজ মানব সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছে।
সড়কে অনেক বয়বৃদ্ধ রাস্তা পারাপার হতে না পারলে তারা হাতধরে তাদেরকে রাস্তা পার করে দিয়ে মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। ঈদসহ দেশের বিভিন্ন উৎসবে স্কাউট সড়কে নিরাপত্তার জন্য কাজ করে চলছে। এ ছাড়াও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্কাউটদল তাদের কার্যক্রম ব্যাপক হারে করছে।
সড়কে, মার্কেটের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে, তাদেরকে সহযোগীতা করেছে স্কাউটদল , তারা ও সড়কে নিরাপত্তার জন্য সক্রিয় থাকায় বিভিন্ন ধরনের নাশকতা থেকে সাধারণ মানুষ রক্ষা পাচ্ছে, ঈদ উপলক্ষে মার্কেটসহ বিভিন্ন সড়কে চুরি ছিন্তাই করার জন্য একটিচক্র সব সময়ই থাকে, পুলিশের পাশাপাশি স্কাউটদল সড়কে নিরাপত্তার থাকায় পথচারীরা পুরো নিরাপত্তা পাচ্ছে।
জনদুর্ভোগ লাঘবে ট্রাফিকসহ প্রতিটি জরুরি সেবাসংস্থা দ্রুত সমন্বিতভাবে কাজ করলে নাগরিক সমস্যা সহনীয় পর্যায়ে চলে আসবে। একইসঙ্গে জরুরি সেবার প্রয়োজনীয় উপকরণগুলোও স্কাউটের হাতে থাকা জরুরি। যেন দ্রুত যেকোন কাজে সহজে মানুষকে সেবা দিতে পারে।
ঈদে মহাসড়কে যানজট নিরসনে স্বেচ্ছাসেবী স্কাউট সড়কে থাকায় চাঁদপুর পৌরসভাসহ সংশ্লিষ্ট সবাই প্রশংসায় ভাসছে। ঈদ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক বিভাগকে সহযোগিতা করবেন তারা। চাঁদপুর পৌর সভায় কালী বাড়ি মোড়, পালের বাজার ব্রিজের মোড়ে যানজট লেগে থাকে সারা বছর। প্রতিদিন চাঁদপুরে চতুরমুখী যাত্রী চাঁদপুরের ওপর দিয়ে যাতায়েত করে, সেকারনে চাঁদপুরের এসব গুরুত্বপূর্ণ স্থানে যানজট লেগে থাকে, পূর্বের অভিজ্ঞতা থেকে চাঁদপুরের এসব স্থানে যানজন নিরসনের জন্য স্কাউট দেওয়ায় যানজট অনেকটা কম হচ্ছে। সড়কের প্রাণ ফিরে আসছে। ঈদের আগে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ।
সোমবার (১৮ এপ্রিল) সকালে স্কাউটের এক সদস্য  বলেন, ঈদে চাঁদপুরের ওপর দিয়ে কয়েকটি জেলার গাড়ি যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেই যানজট নিরসনে রমজান থেকে ঈদ পর্যন্ত স্বেচ্ছাসেবী স্কাউট সর্বদা রাস্তায় দায়িত্ব পালন করবেন। চাঁদপুর শহরের যানজট নিরসনে ও শৃংখলায় ক্ষুদে স্কাউটদের কার্যক্রম চোখে পড়ার মতো।
ওদের দ্রুত তৎপরতায় দাঁড়াতেই পারছে না অটো সিএনজি গুলা। তীব্র গরমে পুলিশের পাশাপাশি ১৪ থেকে ১৬ বছর বয়সের স্কাউট সদস্যরা তারা দায়িত্ব পালন করছে। জনগণকে যানজটের হাত থেকে মুক্ত করতে তারা অকাতরে পরিশ্রম করে যাত্রীসেবা দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে স্কাউট প্রশংসনীয় হয়ে আলোচনায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ৩:৫১)
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০