নিউজ ডেস্ক:
চাঁদপুর পৌরসভার টহল কাজে নিয়োজিত শতাধিক কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করেন পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।
চাঁদপুর পৌরসভার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের সহিত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কমিউনিটি পুলিশিং এর টহল সদস্যবৃন্দ। তাই ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে একই রঙের পাঞ্জাবি উপহার প্রদান করেন পুলিশ সুপার, চাঁদপুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ ও চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক রোটারিয়ান জামাল হোসেন ।