মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ২হাজার ৩৩৮ জন এসএসসি পরিক্ষার্থী থাকলেও প্রথম দিন বাংলা প্রথম পত্র পরিক্ষায় সাধারণ শাখায় ১৬ জন,মাদরাসা শাখায়,১৩জন ও কারিগরি শাখায় ৫ জন অনুপুস্থিত ছিল। শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসির প্রথম দিনের পরিক্ষা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে এই উপজেলায় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়, সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ও দাদুল চকিয়া পাড়া উচ্চ বিদ্যালয় সহ মোট তিনটি পরিক্ষা কেন্দ্রে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ভোকেশনাল ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে ফুলবাড়ী দারুসসুন্নাহ সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা পরিক্ষা কেন্দ্রে এসএসসি দাখিল পরিক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম জানান,এসএসসির প্রথম দিনে উপজেলার ৫টি কেন্দ্রে শান্তিপুর্ন ভাবে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
মোট ২হাজার ৩৩৮ জন এসএসসি পরিক্ষার্থীর মধ্যে
পরিক্ষায় অংশগ্রহণ করেছে ২হাজার ৩০৪জন,অনুপুস্থিত ৩৪জন।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১