তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট(ট্যাব)বিতরণ করা হয়েছে। (৩০ এপ্রিল)রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে উপজেলার প্রতিটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের তিনজন করে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাবলেট(ট্যাব) বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে এমপি ওমর ফারুক চৌধুরী উপস্থিত থেকে এসব ট্যাবলেট(ট্যাব) ছাত্র-ছাত্রীদের তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,কলমা ইউপি পরিষদ চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান,আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন,উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জহুরুল ইসলাম, প্রমূখ উপস্থিত ছিলেন।
সারোয়ার হোসেন
৩০ এপ্রিল /২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮