ধুনট, (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট থানা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম রফিক মন্ডল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (০৭ই মে ) রাত্রি অনুমান ১০ টার দিকে বগুড়া একটি টিএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রফিকুল ইসলাম মন্ডল দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। স্ত্রী ও একটি ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। রফিকুল ইসলাম মন্ডল ধুনট থানা আওয়ামী লীগের সাবেক সদস্য ও চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি গ্রামের মরহুম নজাব আলী মন্ডলের ছিলেন। সাবেক আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক মন্ডল এর জানাযার নামাজে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলার পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলী, ধুনট উপজেলার যুবলীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিসহ ৩ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিল। সোমবার (০৮ই মে) সন্ধ্যা ৭টার দিকে তাহার গ্রামের বাড়িতে জানাজার নামাজ শেষে সমাজের কবরস্থানে দাফন করা হয়।