রাউজান প্রতিনিধি:
রাউজানের দক্ষিণ রাউজান পাহাড়তলী চৌমুহনী বাজার প্রবেশ মুখে হাফেজ বজলুর রহমান সড়কের কালভার্ট ঘেঁষে পানি চলাচলের পথ বন্ধ ও কৃষি জমি মাটি ভরাট করে বাণিজ্যিক ভবন নির্মান করা হচ্ছে। জানা য়ায়, উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনী বিশাল বাজার পাশে রয়েছে ১শত ৫০ টি জলাদাশ পরিবারের বসবাস।এই ১শত ৫০ টি পরিবারের পানি চলাচলের একমাত্র পথ বন্ধ করে মাটি ভরাট করে বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন পাহাড়তলী এলাকার বাসিন্দা নিরঞ্জন বসাক।সড়কের কালভার্টটি একপ্রকার বন্ধ করে ফেলায় হয়েছে। পানি চলাচলের এ নালায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জলদাশ পাড়া সহ পাহাড়তলী চৌমুহনী বাজার জলবদ্ধাতা সৃষ্টি হওয়ার শংকা রয়েছে।পানি চলাচলের পথ কৃষি জমি ভরাট করে পাকা ভবন নির্মান করা প্রসঙ্গে নিরঞ্জন বসাকের পুত্র টিপুল বসাককে ফোন করে জানতে চাইলে তিনি বলেন,পানি চলাচলের জায়গা খালী রেখে বাণিজ্যিক ভবন নির্মান কাজ করছি । এ ব্যাপারে পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কালভার্টের পাশে বাণিজ্যিক ভবন নির্মান কাজ শুরু করলে আমি ভবন নির্মানকারীদেরকে পানি চলাচলের পথ উম্মুক্ত রেখে ভবন নির্মান করার জন্য বলেছি। রাউজানের পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনী বাজারের উত্তর পাশে ও উনসত্তর পাড়া এলাকায় বিপুল পরিমান কৃষি জমি মাটি ভরাট করে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মান করা হয়েছে।