ঠাকুরগাঁওয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও : রবীন্দ্রনাথ ঠাকুরের এর ১৬২ জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আবৃত্তি ও রচনা, লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে বিডি হল অডিটোরিয়াম চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, ঠাকুরগাঁও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অনুপম মনি, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এর প্রযোজক মেহেদী রাজু খানসহ অন্যান্যরা।
শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী জানান আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ । বিশেষ দিবস গুলোতে এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক শিশু এতে অংশ নিয়েছে।
তিনি আরো বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী ১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে এবং ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক ধর্ণাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এ কবি।
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
প্রতিযোগিতায় অংশ নেয়া প্রায় ২শতাধিক বিজয়ী শিশুদের মাঝে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (বিকাল ৩:৩২)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০