নিউজ ডেস্ক:
দেশের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ- যা আরো ঘনীভূত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার) নাগাদ নিম্নচাপ সৃষ্টি হতে পারে- যা ঘনীভূত হয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। গতকাল সোমবারের হালনাগাদ পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এরই মধ্যে দেশের বেশির ভাগ এলাকায় দুদিন ধরে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ- যা আরো দু/তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেছা।
দিনভর বয়ে যাওয়া গরম হাওয়ায় রাজধানীসহ দেশের প্রায় সব এলাকার মানুষের মধ্যে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল সোমবার রাজশাহী, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় তীব্র তাপ্রবাহ বয়ে গেছে। দেশের অন্য জায়গায় মৃদুু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বিরাজ করেছে। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।