পতেঙ্গা খালপাড় মোড়ে ট্রাংক-লরী চাপায় দুই রিকশা যাত্রী নিহত:আহত ১

 

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম :১০মে
নগরীর পতেঙ্গা থানার স্টিল মিল বাজারে চলন্ত লরি থেকে কন্টেইনার পড়ে দুই জন নিহত হয়েছেন। নিহত দুজন রিকশা যাত্রী ছিলেন। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

আজ বুধবার (১০ মে) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে স্টিল মিল খাল পাড় রোডের মুখে আলী প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উপ- পরিচালক মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে লাশ দুটি উদ্ধার করে ইপিজেড থানা পুলিশের মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে বলে জানান।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি,অপর রিকশা চালকের ও নাম পরিচয় জানা যায়নি। থানার ইনচার্জ আব্দুল করিম বলেন, তাৎক্ষণিক জানিয়েছেন যে, পতেংগা গামী কনটেইনার পরিবহন দ্রুত গতিতে যাওয়ার সময় সামনে থাকা রিকশা চালক-যাত্রীদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান রিকশার দুই যাত্রী। উপস্থিত লোকজনের মারফত জানা গেছে যে,ঐ দুইযাত্রী পিতা- পুত্র হন।
তারা স্টিলমীল বাজার থেকে বাজার-সদায় কর বাড়িতে যাচ্ছিলেন, ঘটনার পর থেকেই ট্রাংক লরীর চালক হেলপার পলাতক রয়েছেন বলে ওসি আঃ করিম উপস্থিত স়ংবাদ মাধ্যমদের জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৯:৪৭)
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০