নিউজ ডেস্ক:
শুক্রবার, ১২ই মে, বাদ আসর (বিকাল ৫ঃ০০ টায়) মরহুমা রহিমা ওয়াদুদের কুলখানি কলাবাগান ক্রীড়াচক্র মাঠে (কলাবাগান বাস স্ট্যান্ডের বিপরীতে) অনুষ্ঠিত হবে।
চাঁদপুরের প্রথম মুসলমান উকিল মরহুম আবদুল হাকিমের কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ট সহচর, ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচিত সাধারণ সম্পাদক মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শল্য চিকিৎসক ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদের মাতা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ গত ৬ ই মে ঢাকার কলাবাগানে তাঁর নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। ৭ই মে তাঁকে বনানী কবরস্থানে তাঁর স্বামীর কবরে সমাহিত করা হয়।