ফুলবাড়ী‌তে নারী নির্যাতন প্র‌তি‌রো‌ধে প্রচারা‌ভিযান

মেহেদী হাসান,ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি: “সবাই মি‌লে এ‌গি‌য়ে চ‌লি, নারী নির্যাতন বন্ধ ক‌রি” এই প্র‌তিপা‌দ্যেকে সামনে রেখে দিনাজপু‌রের ফুলবাড়ীতে বেসরকারী সংস্থা পল্লী শ্রী’র উ‌দ্যো‌গে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন সামাজিক অংশীদারিত্ব বৃদ্ধি (প্রসপেক্ট) প্রকল্পের আওতায় নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৭‌মে) সকাল ১১টায় উপ‌জেলা প‌রিষদ চত্ত্ব‌রে বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় নারী নির্যাতন প্র‌তি‌রো‌ধে স‌চেতনতা বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে সেখানে আ‌লোচনা সভা, নাটিকা মঞ্চস্থসহ নারীদের অংশগ্রহণে এক র‍্যাম্প শো অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়া‌সিকুল ইসলা‌ম।
পল্লী শ্রী’র এ‌টিও ফারহানা সি‌দ্দিকীর সঞ্চালন‌ায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
‌বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম সহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ।
আ‌লোচনা শে‌ষে নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে শপথ বাক্যপাঠ করান ইউএনও মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। সব‌শে‌ষে নাটিকা মঞ্চস্থসহ নারীদের অংশগ্রহণে এক র‍্যাম্প শো অনুষ্ঠিত হয়।

প্রেরক,
মেহেদী হাসান
ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি
মোবাইল ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৬:২৮)
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১