চিলমারীতে নতুন অফিসার ইনচার্জ এর যোগদান

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ওসি পদে যোগদান করেছেন মোঃ হারেসুল ইসলাম। তিনি গত ৯ মে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি দিনাজপুর জেলার চিরিবন্দর থানায় প্রথম পুলিশ সদস্য হিসাবে (এসআই) যোগদান করেন এর পর তিনি পদন্নতি পেয়ে ওই থানায় তদন্ত অফিসার হিসাবে এবং সবশেষে তিনি অফিসার ইনচার্জ হিসেবে আবার একই থানায় এসে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেছেন। চিরিবন্দর থানায় তিনি দীর্ঘ ৮ বছর দায়িত্বরত ছিলেন মোঃ হারেসুল ইসলাম। এরপর তিনি গাইবান্ধা জেলায় পিবিআইতে ছিলেন এক বছর। পরে তিনি কুড়িগ্রামের ডিএসবি শাখায় ৮মাস দায়িত্ব পালন করেছেন। এখন বর্তমানে তিনি চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) হিসাবে হিসেবে যোগদান করেছেন। মোঃ হারেসুল ইসলাম বলেন, চিলমারী উপজেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়াসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন। অন্যায়ের বিপক্ষে সবসময় কাজ করে যাবেন। এছাড়াও তিনি মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা দিয়েছেন। তিনি আরও বলেন, কেউ অপরাধ করে ছাড় পাবে না। সে যত বড়ই ক্ষমতাধারী লোক হন না কেন, যদি বিন্দু পরিমাণ অপরাধের সাথে যুক্ত থাকেন তাহলে পুলিশ তাদের ছাড় দিবে না। চিলমারীকে মাদক মুক্ত রাখতে আপনারা তথ্য দিয়ে পাশে থাকবেন। চিলমারী মডেল থানার পুলিশ সবসময় জনগণের স্বার্থে কাজ করবে এবং অন্যায়ের বিপক্ষে কাজ করে যাবেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (ভোর ৫:৫৮)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১