বৈশাখী উল্লাস – মাহাবুবুর রহমান সেলিম

বারান্দায় হুমড়ি খেয়ে পড়ে কম্পিত এক ফালি হলুদ রোদ
পিয়ানোর প্রাণ ছোঁয়া আবেদন মেঘ কন্যা চোখ তুলে তাকায় লাজুক নির্বোধ।
বিমুর্ত সন্ধ্যায় বিমল ছায়ায় দু’কুল ভরে যায়
চাঁদের উকি ওই দূর নীলিমায় দখিনা হাওয়ায়,
জীবন সুন্দর আনন্দময়ী ঘুম চোখের পলকে অবলীলায় গুলবাগিচায়।
বনের বন্যতায় বিষাদের ছায়ায় সমব্যথী
দর্পিত স্বরে সার্বজনীন প্রকাশ আকাশ পানে বলিষ্ঠ উপলব্ধি।
বেলা শেষে দিশাদের বার্তা অহরহ পাগল করা মন
জলভরাট দীঘি হৃদয়ভরা আত্মহারা বন্ধন।
চমক দিয়ে চমকিয়ে যায় পরিণত মনস্থ হৃদয়ের মানুষ
ধুসরিত মেঠো পথ সবুজ ঘেরা অরণ্য অবাধ্য ফানুস।
মানবতার সুখের ঘরে খুনিদের আস্ফালন
বৈশাখ মানেই জোয়ার ভরা নদী দীপ্ত শপথের জাগরণ ।
ঝড়ের দোলা শাখায় পাতায় দমকা হাওয়ায়
তালের পাতায় বৈশাখী উল্লাস সার্বজনীন দাম্ভিকতায়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৫:৫৫)
  • ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
  • ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০