মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে লাম্পিস্কিন ডিজিজ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সভা কক্ষে ভ্যাটেনারি পল্লী চিকিৎসকদের অংশগ্রহণে এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভ্যাটেনারি পল্লী চিকিৎসকদের উদ্দেশ্য সচেতনতা মূলক বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রবিউল ইসলাম ও ভ্যাটেনারি সার্জন ডা.নিয়ামত আলী।
এসময় তারা বলেন,লাম্পিস্কিন ডিজিজ একটি মহামারি রোগ,এটি ১৯১৯ সালে আমাদের দেশে
প্রথম প্রাদুর্ভাব ঘটে। এটি একটি ছোয়াচে রোগ,বছরে দুইবার এই রোগ হয়ে থাকে।মশা-মাছির দারায় এই রোগ ছড়িয়ে থাকে। রোগ আক্রান্ত পশুকে আলাদা ভাবে রাখত হবে,মশারিতে রাখতে হবে। এই রোগের কোনো ভ্যাকসিন এখোনো আবিস্কার হয়নি।তবে প্রাথমিকভাবে কিছু চিকিৎসা রয়েছে। তারা আরও বলেন,আপনারা মাঠ পর্যায়ে কাজ করে থাকেন, তাই বেশিরভাগ খামারিরা আগে
আপনাদের শরণাপন্ন হয়।একটা বিষয় খেয়াল রাখতে হবে এই রোগে আক্রান্ত পশুর শরির এমনিতেই দুর্বল হয়ে যায়,এসময় প্রথমেই এন্টিবায়টিক প্রয়োগ করলে আরও দুর্বল হয়ে পড়বে,তখন ওই আক্রান্ত পশুটি মারা যেতে পারে।
তাই গুটি ফাটার আগেই প্রথমে কোনো ক্রমেএন্টিবায়োটিক প্রয়োগ করা যাবেনা। এন্টিবায়োটিক ব্যাবহারে সচেতন হতে হবে।
যদি কেউ এর ব্যাতিক্রম করে তবে আমরা জানতে
পারলে আইনগত ব্যাবস্থা নিতে বাধ্য হবো। প্রয়োজনে আমাদের সাথে পরামর্শ করে চিকিৎসা সেবা দেবেন।
সভায় উপজেলার ৩২জন ভ্যাটেনারি পল্লী চিকিৎসক অংশ গ্রহন করেন।
প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১