নিজস্ব প্রতিবেদক:
আগামীর ফ্যাশনে দেশের ঐতিহ্যবাহী রঙ ও সৌন্দর্য ফুটিয়ে তোলার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে নিউ লাইফস্টাইল ব্র্যান্ড ‘জি আর কালেকশন’। নতুন এই শপটি গ্র্যান্ড ওপেনিংয়ের মধ্য দিয়ে অদ্য ১লা জুন বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় চাঁদপুর কুমিল্লা রোডে আদর্শ মুসলিম পাড়া হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে নতুন শো-রুমের উদ্বোধন করেছে চাঁদপুরের প্রথম নারী সংগঠন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর সদস্য
নারী উদ্যোক্তা রিউ দে এর পরিচালনায় বাচ্চা ও নারীদের রেডিমেড পোশাক এর বিশাল সমাহার নিয়ে চাঁদপুরে যাত্রা শুরু করে জি আর কালেকশান।
জি আর কালকেশান এর স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা রিউ দে সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে বলেন
সর্বোচ্চ গুণগত মানের পাশাপাশি আমরা সমসাময়িক ট্রেন্ডকে প্রাধান্য দিয়েছি, যা ক্রেতাদের কাছে অনেক আকর্ষণীয় ও স্টাইলিশ মনে হবে। আর সেজন্য আমরা প্রতিটি পন্য উন্নত মানের রাখছি।
দেশীয় কাপড়ের বাহারি পোশাকে সাজানো হয়েছে এ দোকান। এখানে বাচ্চা ও মেয়েদের পোশাক ছাড়াও ছোট-বড় সব বয়সিদেরসহ বিভিন্ন উন্নত মানের পোশাক পাওয়া যাবে।