পিরোজপুর প্রতিনিধি:
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে গণ সচেতনতামূলক একটি র্যালি জেলা সার্কিট হাউজ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে সভাকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়ের সভাপতিত্বে মাদক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত হাসান খান, সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জ্যাকিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
এসময় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের প্রতিনিধি‘র অংশগ্রহণে করেন।
প্রধান অতিথি বলেন, ব্যাক্তি ও সমাজ জীবনে মাদক ধ্বংস বয়ে আনে। জীবনে শান্তি আনয়নে মাদক পরিহার করে সুস্থ জীবনে ফিরে আসার আহবান জানান তিনি।
পিরোজপুর প্রতিনিধি