ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ৩৪৮ বোতল ফেন্সিগ্রীফ উদ্ধার,আটক এক

 

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ৩৪৮ বোতল ভারতীয় ফেন্সিগ্রীফ (মাদকদ্রব্য) উদ্ধার সহ গোলাম রব্বানী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১মে)বিকেল থেকে গভির রাত পর্যন্ত উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের উষাহার ও পানিকাটা গ্রামে পৃথক অভিযান চালিয়ে ওই মাদক উদ্ধার সহ তাকে আটক করে। এ ঘটনায় থানার এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে ফুলবাড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
আটক গোলাম রব্বানী হাকিমপুর উপজেলার হাতিশোও মোল্লা বাজার এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) ও পুলিশ পরিদর্শক( তদন্ত)শফিকুল ইসলাম নিশ্চত করে বলেন, ফুলবাড়ী থানার এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে তার নির্দ্দেশে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পানিকাটা মোড়ে একটি অটো চার্জার তল্লাশী করে ১১৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিগ্রীফসহ গোলাম রব্বানী নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। এর পর একই ইউনিয়নে উষাহার গ্রামে অভিযান চালিয়ে ২৩৫ বোতল ফেন্সিগ্রীফ জব্দ করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় সেখান থেকে কাউকে আটক করা সম্ভাব হয়নি।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল:০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ৮:০৪)
  • ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১