তালন্দ ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

তানোর প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০১জুন) বিকেলে তালন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত করা হয়। উক্ত সম্মেলনে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সানোয়ারা বেগম। এসময় সম্মেলনে তালন্দ ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি শামসুন্নাহার বেগমের সভাপতিত্বে ও আলেকজান বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট, কলমা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা, তালন্দ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সর্ব সম্মতি ক্রমে সভাপতি হিসেবে শামসুন্নাহার কে সভাপতি ও আলেকজান বেগমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

 

সারোয়ার হোসেন
০১জুন/২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (রাত ৪:৪২)
  • ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১