ঠাকুরগাঁও প্রতিনিধি : এগিয়ে আসুন রক্তদানে ফুটবে হাসি রোগীর প্রাণে এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়।
বুধবার বিকেলে পৌর শহরের টি এফ সি চাইনিজ রেস্টুরেন্টে ঠাকুরগাঁও ব্লাড ডোনেশন ক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি জয় মহন্ত অলকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, মেডিকেল টেকনোলজিস্ট ক্লাবের এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কামিল, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্রধান, সাংবাদিক এস এম মুক্তাদেরুজ্জামান রাসেল, সংগঠনটির সাধারণ সম্পাদক রঞ্জু আলম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কোবির আজাদ, কার্যনির্বাহী সদস্য রেদওয়ানুল ইসলামসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন ঠাকুরগাঁও ব্লাড ডোনেশন ক্লাব এটা একটি স্বেচ্ছাসেবী মূলক সংগঠন সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সেই সাথে বিভিন্ন রোগীদের পাশে থেকে জরুরী ভিত্তিতে রক্তের সেবা দিয়ে সহযোগিতা করছে। আমরা এই সংগঠনের সাফল্য কামনা করি।
এছাড়াও সংগঠনটি ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রোগীদের রক্ত দিয়ে সহযোগিতা করা সহ পথ শিশুদের মাঝে
খাদ্য বিতরণ করেছে।